ন্যাশনাল বুক ট্রাস্ট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কাজ করতে চান? ন্যাশনাল বুক ট্রাস্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওই সংস্থায় চুক্তির ভিত্তিতে চাকরির বিশদ তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে, স্বল্প সময়ের জন্য অ্যাডমিন এগজ়িকিউটিভ পদে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতকরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট বিভাগে অন্তত দু’বছর কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
এই কাজে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে ছ’মাস চুক্তিতে বহাল থাকতে হবে। কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ১৪ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।