৯টা ১৯ মিনিটে কেঁপে ওঠে মিয়াজাকির কিউশু দ্বীপ। ছবি: রয়টার্স।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মিয়াজাকি। সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯। এখনও হতাহতের কোনও তথ্য মেলেনি। তবে এর মধ্যেই সুনামির সতর্ক জারি করা হয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে কেঁপে ওঠে মিয়াজাকির কিউশু দ্বীপ। কম্পনের কেন্দ্রস্থল মিয়াজাকি থেকে ৪৮.৯ কিলোমিটার দূরে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ কিউশু এবং শিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গিয়েছে সেখানে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এর আগে গত ৭ জানুয়ারি তিব্বতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। মারা গিয়েছেন অন্তত ১২৬ জন মানুষ। আহতের সংখ্যা প্রায় ২০০। প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।
ভূমিকম্পের পর অনেকেরই খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া নেপাল, ভূটানেও ওই দিন কম্পন অনুভূত হয়েছিল। নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।