ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারি সংস্থার কলকাতার দফতরে কর্মী নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওই সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন।
সংশ্লিষ্ট কাজের জন্য অর্গ্যানিক বা মেডিসিনাল কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। সিন্থেসিস অফ কিরাল মলিকিউলস নিয়ে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজ করার সুযোগ পাবেন। এর জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৪৭ হাজার টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে ওই ব্যক্তিকে কাজ করতে হবে। চাহিদার ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে ৩১ অক্টোবরের আগে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের নথিও জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।