ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস, কলকাতা। ছবি: সংগৃহীত।
আইন বিশ্ববিদ্যালয় (ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স)-এ কর্মী নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ দু’টি।
সংশ্লিষ্ট পদে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তি কাজের সুযোগ পাবেন। তবে পাবলিক হেলথ ল, হেলথ কেয়ার টেকনোলজি অ্যান্ড ল, ইন্টালেকচুয়াল প্রপার্টি ল রিসার্চ— এর মধ্যে যে কোনও একটি বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ওই কাজে ছ’মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। কাজের ভিত্তিতে চুক্তির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
উল্লিখিত পদের জন্য ইমেল মারফত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি ২০ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।