পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থার তরফে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। পাওয়ারগ্রিডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য পেশ করা হয়েছে। মোট শূন্য়পদ ৪৭। সংশ্লিষ্ট পদের জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণও হতে হবে। কারণ ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে।
প্রথমে নিযুক্তদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর তাঁদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে পদোন্নতি হবে। পদোন্নতির পর ৩০,০০০-১,২০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীদের ৫০০ টাকা ফি দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ৬ নভেম্বর পর্যন্ত আবেদন পাঠানো যাবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।