ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ছবি: সংগৃহীত।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এ কর্মী প্রয়োজন। ওই সংস্থার অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে একটি প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের নিরিখে দু’জন ব্যক্তিকে ওই কাজে নিয়োগ করা হতে পারে।
উল্লিখিত কাজে লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে কিংবা মেডিক্যাল সায়েন্সেসে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। একই সঙ্গে, তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্তদের ৩৫ হাজার পারিশ্রমিকের নিরিখে ওই গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। মোট পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে তাঁকে বহাল রাখা হবে। পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
২৩ অক্টোবরের মধ্যে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত আরও কী কী শর্ত রয়েছে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।