সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এ কর্মখালি। ওই সংস্থার অধীনস্থ গবেষণাগারের বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের নিরিখে একাধিক কর্মীকে ওই কাজে নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।
গবেষণাগারটির নাম সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। উল্লিখিত কাজে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের মেশিন লার্নিং; ম্যাটল্যাব, প্রসেস ডিজ়াইন, জাভা, পাইথন-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্তদের ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পারিশ্রমিকের নিরিখে কাজ করতে হবে। মোট চার বছরের চুক্তির ভিত্তিতে ওই প্রকল্পের কাজে তাঁদের বহাল রাখা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
ইন্টারভিউ দিতে আগ্রহীদের ১ অক্টোবর জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে গবেষণাগারের ঠিকানায় সরাসরি উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত আরও কী কী শর্ত রয়েছে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।