ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থার কলকাতার দফতরে কর্মী প্রয়োজন। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিইআর), কলকাতা। তাতে বলা হয়েছে, ওই সংস্থায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন।
সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে শর্তসাপেক্ষে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনকারীদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ় প্রসেসিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও পাইথন প্রোগ্রামিং ব্যবহারের দক্ষতাও থাকা প্রয়োজন। অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজ করার সুযোগ পাবেন।
নিযুক্ত ব্যক্তিকে মাসে ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। তাঁদের মোট দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ওই আবেদন ২০ সেপ্টেম্বরের আগে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।