ICAR Jobs

ব্যারাকপুরের কেন্দ্রীয় সংস্থায় কর্মী প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএআর

কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের পারিশ্রমিক হবে ৩১,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭
Share:

সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর অধীনস্থ সংস্থায় ওই পদে কর্মখালি রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবারস-এর একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ইয়ং প্রফেশনাল পদের জন্য ন্যাচরাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। এর পাশাপাশি, তাঁর সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। কাজের জন্য তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা দেওয়া হবে। প্রাথমিক ভাবে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তবে, কাজের নিরিখে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

আগ্রহীদের ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। এর জন্য আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্য আনুষঙ্গিক নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ২৫ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ব্যারাকপুরের দফতরে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement