সইফের নিরাপত্তার দায়িত্বে কোন অভিনেতা? ছবি: সংগৃহীত।
একেবারে গটগট করে হেঁটে বাড়ি ফিরলেন সইফ আলি খান। পাঁচ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ‘সৎগুরু শরণ’-এ প্রবেশ করলেন বীর বিক্রমে। যদিও এই মুহূর্তে সইফের নিরাপত্তা একটা মস্ত চিন্তা। একা সইফ নন, করিনা ও দুই সন্তানের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একাধিক ব্যবস্থা নিল খান পরিবার। আবাসনের তিনটি তলা নিয়ে থাকেন তাঁরা। মঙ্গলবার অভিনেতার বাড়িতে প্রবেশের আগেই লোহার জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই আবাসনের ১০,১১,১২ তলা। সঙ্গে জায়াগায় জায়গায় রাখা হয়েছে সিসিটিভি। এছাড়াও রয়েছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। সইফের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পড়ল আরেক অভিনেতা রণিত রয়ের উপর।
শোনা গিয়েছিল, হাসপাতাল থেকে ‘সৎগুরু শরণ’-এ নয়, সইফ যাবেন বান্দ্রায়, তাঁর অন্য একটি ফ্ল্যাটে। কিন্তু না, শেষ পর্যন্ত তিনি ফিরলেন সেখানেই। পরনে সাদা শার্ট, জিন্স। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে ব়াড়িতে প্রবেশ করলেন অভিনেতা। হাসি মুখে হাত নাড়লেন ছবিশিকারিদের উদ্দেশে। অভিনেতার সঙ্গে দেখা যায় রণিত রায়কেও। অভিনেতা হওয়ার পাশাপাশি নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে তাঁর। এর আগে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের মতো তারকাদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন রণিত। এ বার সইফের দায়িত্ব তাঁর কাঁধে। অভিনেতার বাড়ি ঢুকতেই তাঁকে ঘিরে ধরেন আলোকচিত্রী থেকে সাংবাদিকেরা। তবে এই মুহূর্তে সইফের কাছাকাছি না যাওয়ার অনুরোধ করলেন রণিত।
চিকিৎসকেরা বলেছিলেন, আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে সইফকে। এমনকি আগামী দু’দিন শুয়ে থাকার পরামর্শই দেওয়া হয়েছিল। বাস্তবে অবশ্য দেখা গেল, একেবারে চাঙ্গা সইফ।