Yuva Sangam 5

রাজস্থান এবং কলকাতার ‘যুব সঙ্গম’, আয়োজনে আইআইইএসটি শিবপুর

তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের লক্ষ্যে কেন্দ্রের তরফে দেশজুড়ে ‘যুব সঙ্গম’-এর আয়োজন করা হয়েছে। এই বিশেষ কর্মসূচি আয়োজনের দায়িত্ব পেয়েছে আইআইইএসটি শিবপুরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০
Share:

রাজস্থানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন পড়ুয়া-প্রতিনিধির সঙ্গে আইআইইএসটির অধিকর্তা এবং অন্যান্য আধিকারিকরা। নিজস্ব চিত্র।

দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন ‘যুব সঙ্গম’ কর্মসূচিতে। এর মাধ্যমে দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং প্রযুক্তির নানা বিষয় শেখার সুযোগ রয়েছে। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের তত্ত্বাবধানে আইআইটি জোধপুর-সহ রাজস্থানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জন পড়ুয়া-প্রতিনিধি ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বেলুড় মঠ-সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

Advertisement

নিজস্ব চিত্র।

প্রসঙ্গত, এই কর্মসূচির পঞ্চম পর্যায়ের অনুষ্ঠানে রাজ্যের নোডাল ইনস্টিটিউট হিসাবে প্রতিনিধিত্ব করেছে আইআইইএসটি, শিবপুর।

পরিদর্শনের পাশাপাশি, রাজ্যের পর্যটন, ঐতিহ্য, প্রগতি (উন্নয়ন), পারস্পরিক সম্পর্ক এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আগত পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেন বিশেষজ্ঞরা। পরিদর্শনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইএসটি শিবপুরের অধিকর্তা, বাগবাজারের হরনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী মাসুম আখতার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Advertisement

রাজস্থানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন পড়ুয়া-প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত।

আইআইইএসটি শিবপুরের অ্যাকাডেমিক শাখার জয়েন্ট রেজিস্ট্রার এবং জনসংযোগ আধিকারিক নির্মাল্যকুমার ভট্টাচার্য জানিয়েছেন, ৪ - ৯ ডিসেম্বর পর্যন্ত ৪০ জন পড়ুয়া-প্রতিনিধি প্রতিষ্ঠান থেকেই বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওই দিনগুলিতে ভ্রমণের পাশাপাশি জ্ঞানের আদান-প্রদানের জন্য আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement