ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট সংস্থায় কাজের জন্য বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের স্মল অ্যানিম্যাল ফেসিলিটিতে কর্মখালি রয়েছে। ওই শূন্যপদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিকে নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ বলা হয়েছে। শূন্যপদ একটি।
এ ক্ষেত্রে গবেষণাগারে কাজের অভিজ্ঞতা এবং ইঁদুর বা সমতুল্য প্রাণিদের নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি প্রয়োজন, তাই বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। নিযুক্তের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২০,২২৮ টাকা বরাদ্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগের স্মল অ্যানিমেল ফেসিলিটিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে। উল্লিখিত প্রকল্পের কাজের মেয়াদ মোট ১২ মাস, অর্থাৎ এক বছর। ২০ ডিসেম্বর, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা নির্ণয় করা হবে।
আগ্রহীদের আইআইএসইআর কলকাতার দফতরে সরাসরি জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। বাছাই করা ব্যক্তিদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।