আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।
ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতকদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পে অর্থ জোগাবে একটি কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীরা এই কাজের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স বিভাগে প্রকল্পটির কাজ হবে। যার নাম— ‘ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং অফ এ বায়োইন্সপায়ার্ড ফ্ল্যাপিং উইং মডেল উইথ মরফিং ক্যাপেবিলিটি ফর এরিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক লোকোমোশন’। এটি কেন্দ্রের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর।
প্রকল্পে আবেদনের জন্য কোনও বয়সসীমা ধার্য করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে ফেলোশিপ বাবদ মাসে ৩৮,১০০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের মেকানিক্যাল/ এরোস্পেস/ এরোনটিক্যাল/ মেকাট্রনিক্স/ অ্যাপ্লায়েড মেকানিক্স/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে বিই/ বিটেক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কোনও গবেষণা প্রতিষ্ঠান বা অন্য সংস্থায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী বেছে নেওয়া হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।