ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)। মোট ১০৮টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার এবং জিয়োফিজ়িসিস্ট পদে কর্মী প্রয়োজন।
কারা আবেদন করতে পারবেন?
জিয়োফিজ়িসিস্ট পদে জিয়োলজি, জিয়োফিজ়িক্যাল টেকনোলজি, পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ২৭ বছর।
অ্যাসিস্ট্যান্ট এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে মেকানিক্যাল, পেট্রোলিয়াম, কেমিক্যাল, বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা বেতন পাবেন। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা। ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।