অভিষেক পাসোয়ান। — নিজস্ব চিত্র।
রিষড়ায় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম অভিষেক পাসোয়ান ( ২২)। পরিবারের দাবি, মোবাইল চুরি নিয়ে এক যুবকের সঙ্গে বচসা হয়েছিল অভিষেকের। জন্মদিনের পার্টিতে তাঁকে জোর করে মদও খাওয়ানো হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধায় রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে ছুরিকাহত হন ওই যুবক। স্থানীয়েরা তাঁকে পড়ে থাকতে দেখে শ্রীরামপুরের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। তার পরেই তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন, ‘‘অন্য কোথাও ছেলেটিকে ছুরি মারা হয়েছে জানি না। পাড়ার মধ্যে পড়েছিল। পেটে ছুরি দিয়ে মারা হয়েছে তাঁকে। আমরা কাপড় বেঁধে টোটো করে হাসপাতালে নিয়ে আসি।’’ মৃত যুবকের বোন কবিতা পাসোয়ান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন যুবক। তখনই তাঁকে ছুরি দিয়ে মারা হয়েছে। পরিবারের দাবি, কয়েক দিন আগে স্থানীয় এক যুবকের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখানে জোর করে মদ খাইয়ে দেওয়া হয়েছিল অভিষেককে। তার পর থেকেই তাঁর সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় কয়েক জনের। পরিবারের আরও দাবি, অভিষেকের মোবাইল চুরি হয়েছিল। তা নিয়ে ছোটু সাউ নামে এক জনের সঙ্গে ঝামেলা হয়েছিল। তাঁরাই এই কাজ ঘটিয়েছেন।