New Congress Headquarter

৪৬ বছর পরে কংগ্রেসের ঠিকানা বদল বুধে! রাহুল, খড়্গেরা আকবর রোড থেকে যাচ্ছেন কোটলায়

দেড় দশক আগে প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংহ ২০০৯ সালে নতুন ভবনের শিলান্যাস করেছিলেন। ঘটনাচক্রে, তাঁর প্রয়াণের পরেই ঠিকানা বদল হচ্ছে কংগ্রেস সদর দফতরের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২৩:০৮
Share:

কংগ্রেসের নতুন সদর দফতর। ছবি: ইনস্টাগ্রাম।

২৪ আকবর রোড থেকে অবশেষে দিল্লির কোটলা রোডে কংগ্রেসের সদর দফতর সরতে চলেছে বুধবার। লুটেন্স দিল্লির ৯এ কোটলা রোডে হবে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। ৪৬ বছর পরে বদলাচ্ছে কংগ্রেসের সদর দফতর। বুধবার প্রথম পর্যায়ে কংগ্রেস সেবা দল এবং মহিলা কংগ্রেসের দফতর নতুন ভবনে যাবে। ধীরে ধীরে অন্য শাখা সংগঠন এবং এআইসিসির দফতরও যাবে ওই ভবনে।

Advertisement

প্রসঙ্গত, দেড় দশক আগে প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংহ ২০০৯ সালে নতুন ভবনের শিলান্যাস করেছিলেন। ঘটনাচক্রে, তাঁর প্রয়াণের পরেই ঠিকানা বদল হচ্ছে দলের। ২৪ আকবর রোডের কংগ্রেসের সদর দফতর ছিল একতাল সরকারি বাংলোয়। কোটলা রোডের জমিতে কংগ্রেস তৈরি করেছে ছ’তলা পার্টি অফিস। নাম ‘ইন্দিরা গান্ধী ভবন’।

এক সময়ে কংগ্রেসের সদর দফতর ছিল যন্তর মন্তর রোডে। ১৯৭৭ সালে লোকসভা ভোটে পরাজয়ের পরে দল ভাঙন ধরায় ইন্দিরা গান্ধী তাঁর অনুগামীরা ১৯৭৮ সালের জানুয়ারিতে ২৪ নম্বর আকবর রোডে অন্ধ্রপ্রদেশের সাংসদ গদ্দাম ভেঙ্কটস্বামীর বাংলো থেকে নবগঠিত কংগ্রেস(ই)-র কাজ শুরু করেছিলেন। বুধের দফতর উদ্বোধন কর্মসূচিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা ছাড়াও এআইসিসি পদাধিকারী, বিভিন্ন প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেস সংসদীয় ও পরিষদীয় দলের নেতৃত্ব, দলের সাংসদেরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সব মিলিয়ে আমন্ত্রিতদের তালিকায় ৪০০ জন কংগ্রেস নেতার নাম রয়েছে বলে এআইসিসি সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement