অচিন্ত্য চট্টোপাধ্যায়।
পূর্ব বর্ধমানের মেমারিতে অনুব্রত মণ্ডলের জনসভা থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করা হুমকি দিলেন এক তৃণমূল নেতা। মেমারি শহরের তৃণমূল সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায় মেমারির প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত সভা থেকে বলেন, ‘‘বিজেপি এলাকায় গেলে, ঠ্যাং-হাত ভেঙে দিতে হবে।’’ হুমকির পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা আজিজুর রহমান। তাঁর মন্তব্য, ‘‘পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।’’
সোমবার মেমারিতে তৃণমূল কংগ্রেসের জনসভা ছিল আমাদপুর গ্রামে। সেখানে অচিন্ত্য বলেন, ‘‘নওহাটি গ্রামে আমাদের কর্মীদের উপর বিজেপি আক্রমণ চালিয়েছে। বাড়িঘর ভাঙা হয়েছে। মেয়েদেরও ছাড় দেওয়া হয়নি। আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ সময় মতো ব্যবস্থা নেয়নি।’’ তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘বিজেপি গ্রামে এলে পুলিশের উপর ভরসা না রেখে বাঁদরপেটা করুন। উল্টোপাল্টা মেরে হাত-পা ভেঙে দেবেন। প্রশাসনের অনেকে ভাবছেন মমতা আর ক্ষমতায় থাকবেন না। তারা মূর্খের স্বর্গে বাস করছেন।’’
এর পাল্টা বিজেপি নেতা আজিজুর রহমান বলেন, ‘‘তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। ওরা চাইছে এ ভাবে ভয় দেখিয়ে ভোট করতে। নওহাটি গ্রামে আমাদের কর্মীরাই আক্রান্ত। আমাদের প্রার্থী যখন প্রচারে যান তখন কর্মীদের মারধর করা হয়। গাড়ি ভাঙা হয়।’’ এই প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘‘এটা হয়তো ক্ষোভের থেকে উনি বলেছেন। দলের কর্মীরা মার খাচ্ছে। তাই, বলে ফেলেছেন। তবে দল এই বক্তব্য অনুমোদন করে না।’’