Himachal ColdWave

হিমাচলে শৈত্যপ্রবাহের সতর্কতা! চলবে বৃষ্টি, তুষারপাতও, মানালিতে তাপমাত্রা হিমাঙ্কের নীচে

কোনও কোনও অঞ্চলে অতি শৈত্যপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। শুধু তা-ই নয়, এই সময়ে তুষারপাত এবং বৃষ্টি দুইয়েরই সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:০৬
Share:

হিমাচলে তুষারপাত এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফাইল চিত্র।

সামনেই বড়দিনের ছুটি। অনেকেই ইতিমধ্যে ব্যাগপত্তর গুছিয়ে শৈলশহরগুলিতে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলেছেন। শীতের মরসুমে পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় রাজ্য হল হিমাচল প্রদেশ। সেখানে ভিড় বাড়তে শুরু করেছে পর্যটকদের। নতুন বছরের আগেই প্রতি বছরের মতো ভিড় আরও বাড়বে। মূলত তুষারপাতের টানেই অনেকে হিমাচলের বিভিন্ন পর্যটনস্থলগুলিতে ছুটে যান পর্যটকেরা।

Advertisement

শীতের মরসুম এলেই ভিড় বাড়ে হিমাচলে। কিন্তু এ বার তার আগেই সেখানকার আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোনও কোনও অঞ্চলে অতি শৈত্যপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। শুধু তা-ই নয়, এই সময়ে তুষারপাত এবং বৃষ্টি দুইয়েরই সম্ভাবনা রয়েছে।

রাজ্যের আবহাওয়া দফতর শনিবার জানিয়েছে, ২৩ এবং ২৪ ডিসেম্বর রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে তুষারপাত এবং বৃষ্টি হবে। ২৭ ডিসেম্বর এই অবস্থার আরও অবনতি হতে পারে। ২৪ ডিসেম্বর পর্যন্ত উনা, হামিরপুর, বিলাসপুর এবং মন্ডীতে চরম শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবার চম্বা, কাংড়া এবং কুলুতে ২৫ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Advertisement

এ ছাড়াও পালমপুর, ভুন্তর, শিমলা, জুব্বরহাটিতেও শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। লাহুল ও স্পিতিতে তাপমাত্রা হিমাঙ্কের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কুকমসেরিতে তাপমাত্রা হিমাঙ্কের ৭ ডিগ্রি নীচে, সামধোতে হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে, কল্পাতে হিমাঙ্কের ৩ ডিগ্রি নীচে এবং মানালিতে হিমাঙ্কের ১ ডিগ্রি নীচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement