BGT 2024-25

৪ নজির: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে অশ্বিন-কপিলদের রেকর্ড ভাঙতে পারেন বুমরা

টেস্টে একাধিক কীর্তির সামনে বুমরা। এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে অন্তত চারটি নজির গড়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সহ-অধিনায়কের সামনে। ভাঙতে পারেন অশ্বিন, কপিলদের রেকর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৩১
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে একাধিক কীর্তির সামনে যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে তিনি ভাঙতে পারেন সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের একটি নজির। এ ছাড়া আরও কয়েকটি নজির গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

Advertisement

১) বর্ডার-গাওস্কর ট্রফিতে ভাল ফর্মে রয়েছেন বুমরা। এখনও পর্যন্ত তিনটি টেস্টে তাঁর সংগ্রহ ২১টি উইকেট। আশা করা হচ্ছে, মেলবোর্নেও ফর্ম ধরে রাখতে পারবেন দেশের অন্যতম সেরা জোরে বোলার। ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৪টি ম্যাচে ৭১টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। কোনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যা ভারতীয় বোলারের মধ্যে সর্বোচ্চ। বুমরা ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত নিয়েছেন ৬৬ উইকেট। পরের দু’টি টেস্টে ৬টি উইকেট নিতে পারলেই অশ্বিনের রেকর্ড ভেঙে দেবেন তিনি।

২) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি মাইলফলকের সামনেও রয়েছেন বুমরা। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪৫টি উইকেট। আর ৫টি উইকেট পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। বিশ্বের পঞ্চম এবং ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫০টি বা তার বেশি উইকেট রয়েছে অশ্বিন (১৯৫টি), নাথান লায়ন (১৯০টি), প্যাট কামিন্স (১৮৯টি) এবং মিচেল স্টার্কের (১৬১টি)।

Advertisement

৩) টেস্ট ক্রিকেটেও একটি মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে মেলবোর্নে। এখনও পর্যন্ত বুমরা ৪৩টি টেস্টে ১৯৪টি উইকেট নিয়েছেন। চলতি সিরিজ়ে আর ৬টি উইকেট পেলে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তা হলে বুমরা ভারতীয় জোরে বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার নজির গড়বেন। টপকে যাবেন কপিল দেবকে। ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ২০০তম উইকেট পেয়েছিলেন তাঁর ৫০তম টেস্টে।

মেলবোর্নেই ২০০ উইকেট পূর্ণ করতে পারলে বুমরা স্পর্শ করবেন রবীন্দ্র জাডেজাকে। বাঁহাতি অলরাউন্ডারও তাঁর ৪৪তম টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই ক্ষেত্রে ভারতীয় রেকর্ডের মালিক অবশ্য অশ্বিনই। তিনি ৩৭টি টেস্টে ২০০ উইকেট নেন। তালিকায় জাডেজা রয়েছেন দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন হরভজন সিংহ। তিনি ৪৬তম টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন।

৪) আরও একটি নজির গড়তে পারেন বুমরা। সে জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁকে নিতে হবে ১৫টি উইকেট। কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ভগবত চন্দ্রশেখরের। তিনি ১৯৭২-৭৩ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৩৫টি উইকেট নিয়েছিলেন। বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে পেয়েছেন ২১টি উইকেট। এই তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বিনু মাঁকড় এবং সুভাষ গুপ্তে। মাঁকড় ১৯৫১-৫২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৩৪টি উইকেট নিয়েছিলেন। অন্য দিকে, গুপ্তেও ১৯৫৫-৫৬ মরসুমে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৩৪টি উইকেট নেন। তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন হরভজন এবং অশ্বিন। হরভজন ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়ে নেন ৩২টি উইকেট। অশ্বিন ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ়ে পান ৩২টি উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement