প্রতীকী চিত্র।
পশ্চিম বর্ধমান জেলায় চাকরির সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দফতর এবং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। বিজ্ঞপ্তি মোতাবেক, রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় ভাষায় পারদর্শীরা এ ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পদপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা।
আবেদনকারীদের দ্বাদশের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পরে রাজ্য সরকার স্বীকৃত দু’বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স বা দু’বছরের ডিপ্লোমা ইন অপ্টোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক কোর্স সম্পূর্ণ করতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা। আগামী ১৯ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।