রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ শুরু করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল', ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে ভর্তির এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বাংলা, কমার্স, অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, দর্শন, সংস্কৃত, সমাজবিদ্যার মতো বিষয়গুলিতে ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল' বিভাগে স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। অন্য দিকে, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অধীনেও প্রাণীবিদ্যা, রসায়ন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, গণিত, মাইক্রোবায়োলজি, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যায় ভর্তি শুরু হয়েছে।
আবেদন করতে হলে:
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। প্রয়োজনীয় বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কোর্স ফি কত?
ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল' বিভাগে ভূগোল ছাড়া বাকি বিষয়গুলির ক্ষেত্রে ৪৩১০ টাকা জমা দিতে হবে প্রথম সিমেস্টারে। বাকি তিনটে সিমেস্টারে দিতে হবে ৩৮১০ টাকা করে। এমএসসি অথবা ল্যাব ভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে ৬,০১০ টাকা জমা দিতে হবে প্রথম সিমেস্টারে। বাকি তিনটে সিমেস্টারে ৫৫১০ টাকা করে জমা দেওয়া দরকার।
কী ভাবে ভর্তি হওয়া যাবে?
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।