Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তরের সুযোগ, শুরু আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রবেশিকার মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৯
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স নিয়ে স্নাতকোত্তরের সুযোগ। সম্প্রতি এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে স্নাতকোত্তরে ভর্তির আয়োজন করা হবে। ডেটা সায়েন্সে এমএসসি-র জন্য মোট ৪০টি শূন্য আসন রয়েছে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্যও কিছু আসন রাখা হবে।

লিখিত প্রবেশিকার মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। স্নাতক স্তরের গণিত এবং কম্পিউটার সম্পর্কিত মৌলিক জ্ঞানের উপরে হবে পরীক্ষা। তাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তির মেধাতালিকা প্রস্তুত করা হবে।

Advertisement

কোর্সে ভর্তির আবেদন জানাতে হলে পড়ুয়াদের যে কোনও বিষয়ে অনার্স বা মেজর নিয়ে বিএসসি উত্তীর্ণ হতে হবে। যাঁদের বিসিএ ডিগ্রি বা যে কোনও বিষয়ে বিই/ বিটেক ডিগ্রি রয়েছে, তাঁরাও কোর্সে ভর্তির আবেদন জানাতে পারবেন।

আগ্রহীদের অনলাইনে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য নেই। আগামী ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। প্রবেশিকার জন্য যোগ্যদের নাম ঘোষণা করা হবে ২০ সেপ্টেম্বর। এর পরে প্রবেশিকা পরীক্ষা এবং তার ফল ঘোষণা হবে যথাক্রমে ২৪ এবং ২৭ সেপ্টেম্বর। কোর্সের ক্লাস শুরু ৪ অক্টোবর থেকে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement