Kalyani University Admission 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আইটি-সহ অন্যান্য বিষয়ে বিটেক-এর সুযোগ, শুরু আবেদন প্রক্রিয়া

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোর্টালে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু বিষয় নিয়ে এখনও পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে তরফে এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলিতে কেন্দ্রীয় ভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্ত আসন পূরণ না হওয়ায় এ বার শূন্য আসনগুলিতে বিকেন্দ্রীভূত কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে যে তিনটি বিভাগে বিটেক-এর সুযোগ রয়েছে, সেগুলি হল— ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (ইআইই) এবং ইনফরমেশন টেকনোলজি (আইটি)। ইসিই, ইআইই এবং আইটি বিভাগে শূন্য আসন রয়েছে যথাক্রমে ২টি, ৪টি এবং ১টি। চার বছরের এই কোর্সটি আটটি সিমেস্টারে বিভক্ত। এর মধ্যে প্রথম সিমেস্টারের জন্য অ্যাডমিশন ফি ধার্য করা হয়েছে ১১,৬৬০ টাকা।

চলতি বছরে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এ পড়ুয়াদের জেনারেল মেরিট র‍্যাঙ্ক (জিএমআর) ১৫,০০০ (সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে ৩৫,০০০)-এর মধ্যে হলেই বিশ্ববিদ্যালয়ের বিটেক কোর্সগুলিতে ভর্তির আবেদন জানানো যাবে। বাকি যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট-এর নির্ধারিত নিয়ম মেনে।

Advertisement

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোর্টালে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ অক্টোবর। এর পরে মেধাতালিকা প্রকাশ করা হবে ২২ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে আগামী ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement