ইপিএল ম্যান সিটি ১→ n→ এভার্টন ১
Boxing Day

পেনাল্টি নষ্ট হালান্ডের, এগিয়েও ড্র ম্যান সিটির

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৮
Share:

হতাশ: গোল নষ্ট করার পরে হালান্ড। বৃহস্পতিবার। ছবি: রয়টর্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। বক্সিং ডে-তে ঘরের মাঠে জিতে শেষ করতে চেয়েছিলেন ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। কিন্তু আর্লিং হালান্ড পেনাল্টি নষ্ট করায় সেই স্বপ্ন পূরণ হয় না সিটি ম্যানেজারের।

Advertisement

প্রথমার্ধে ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৬ মিনিটে তা শোধ করেন ইলিমান এনদিয়াই। দ্বিতীয়ার্ধে ম্যান সিটিকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন হালান্ড। কিন্তু তাঁর পেনাল্টি বাঁচিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ফিরতি বলে তিনি গোল করেন হালান্ড। কিন্তু অফসাইডের সেই গোল জন্য বাতিল করে দেওয়া হয়।

হতাশায় মাঠে বসে পড়েন পেপ। শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জিতেছে ম্যান সিটি। এভার্টনকেও হারাতে না পারায় পেপ হতাশ। বলেছেন, ‘‘এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। জানি না কী হচ্ছে। আমাদের কাছে জেতার সুযোগ তৈরি হচ্ছে অথচ আমরা পুরো পয়েন্ট পাচ্ছি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement