(বাঁ দিকে) নীরজ। সেই জাগুয়ার গাড়ি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ভোরবেলা জগিংয়ে বেরিয়েছিল ১৪ বছরের কিশোর। একটি সার্ভিস লেনে দৌড়নোর সময় পিছন থেকে এসে ধাক্কা দেয় একটি জাগুয়ার গাড়ি। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি নীরজ নামে ওই কিশোর। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ঘটনা। কিশোরকে ধাক্কা দেওয়ার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
নীরজের বাবা ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে দৌড়তে গিয়েছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেলার জীবন সোসাইটির কাছে সার্ভিস রোডে জগিং করার সময় তাকে পিছন থেকে ধাক্কা দেয় জাগুয়ার গাড়িটি। তার মাথা এবং বুকে গুরুতর আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
নীরজের বাবা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি ওয়েব ডেভেলপিংয়ের কাজ করত সে। বিরশাখ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। জাগুয়ার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।