কেউ কথা রাখেনি, ১১ বছর ধরে সংস্কার চলছে তো চলছেই! কবে নবরূপে ফিরবে রাইটার্স বিল্ডিং?
২০১৩ সালে রাইটার্স বিল্ডিং থেকে রাজ্যের প্রশাসনিক সদর দফতর সরে যায় নবান্নে। ঠিক ছিল, সংস্কারের কাজ শেষ করে আবার ফেরা হবে মহাকরণে। কিন্তু কেটে গিয়েছে ১১ বছর। সংস্কারের কাজ এখনও শেষ হল না।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২০:৫৮
Share:
Advertisement
২০১৩ সালে রাইটার্স বিল্ডিং থেকে রাজ্যের প্রশাসনিক সদর দফতর সরে যায় নবান্নে। ঠিক ছিল, সংস্কারের কাজ শেষ করে আবার ফেরা হবে মহাকরণে। কিন্তু কেটে গিয়েছে ১১ বছর। সংস্কারের কাজ এখনও শেষ হল না।