ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। ছবি: সংগৃহীত।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করতে আগ্রহীদের ভর্তি হওয়ার সুযোগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর তরফে উল্লিখিত বিষয়ে ক্লাস করানো হবে। মোট আসনসংখ্যা ৬০।
এই বিষয়ে স্নাতকোত্তর স্তরের পঠনপাঠন চারটে সিমেস্টারে সম্পন্ন হবে। মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অপারেশনস ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলি বিশেষ ভাবে শেখার সুযোগ থাকবে। একই সঙ্গে হাতে কলমে প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজ়ারের মাধ্যমে পেশাগত কৌশলও শেখানো হবে।
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কলা, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার যে কোনও বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ স্নাতকরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই ভর্তির জন্য চূড়ান্ত বাছাই হবে।
অ্যাপ্লিকেশন ফি হিসাবে ১,৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন ও অ্যাডমিশন ফি হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়াও ভর্তি হওয়ার জন্য মোট ১ লক্ষ ৭ হাজার টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য অনলাইনে সমস্ত নথি পাঠাতে পারবেন। তবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের নির্দেশিকা অনুযায়ী অফলাইনে টাকা পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, দ্রুতই আবেদনের পোর্টাল চালু হবে। আবেদনের শেষ দিন ১৭ মার্চ। মেধাতালিকা প্রকাশিত হবে ২১ মার্চ। বাছাই পর্বের ইন্টারভিউ নেওয়া হবে ২ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে নিয়মিত আইআইইএসটি, শিবপুরের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।