বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা। ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও বছর ৬৪-এর অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের! কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, গানমুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটাগরিকেরা। এ বার উর্বশীর ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই গর্জে উঠলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে (সাবেক ট্যুইটার) কমল লেখেন, ‘‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তাঁরা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’’ কমলের এ হেন শ্লেষে চুপ করে থাকেননি উর্বশী। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘‘দেখেও হাসি পায়, যাঁরা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তাঁরা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যাঁরা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তাঁর কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’’
শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ সমাজমাধ্যমে লিখেছেন, “এই ধরনের নাচের ভঙ্গি কী ভাবে কোরিয়োগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কী ভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।” আর এক নেটাগরিকের মন্তব্য, “অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।” কেউ কেউ দাবি করেছেন, মহিলাদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।