BEL Recruitment 2024

কেন্দ্রীয় সংস্থা ভারত ইলেক্ট্রনিক্সে ৭৮টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?

ট্রেনি ইঞ্জিনিয়ার পদে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অন্যদিকে, বাকি পদগুলির জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি আয়োজন করা হবে ইন্টারভিউও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৭:০৪
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ কর্মখালি। বুধবার সংস্থার তরফে এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকাশ, সংস্থায় অস্থায়ী ভাবে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে হবে অনলাইনে। বুধবারই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদে। শূন্যপদ রয়েছে ৭৮টি। সংস্থায় আইটি সিকিউরিটি অ্যান্ড অ্যাসেট ম্যানেজিং, ডিসি সাপোর্ট, আইটি সাপোর্ট, কনটেন্ট রাইটিং, আইটি হেল্পডেস্ক এবং ডিস্ট্রিক্ট টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার কাজ করতে হবে নিযুক্তদের। সমস্ত পদে প্রাথমিক ভাবে কর্মীদের দু’বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর প্রজেক্টের প্রয়োজনে এবং কাজের উপর নির্ভর করে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের কাজের মেয়াদ এক বছরের জন্য এবং বাকি পদে নিযুক্তদের কাজের মেয়াদ আরও দু’বছরের জন্য বাড়ানো হতে পারে।

সিনিয়র ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪৫, ৪০, ৩২ এবং ২৮ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিয়োগের পর প্রথম বছরে সিনিয়র ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদে কর্মীদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৮০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

Advertisement

ডিসি সাপোর্ট দেওয়ার জন্য ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের আইটি/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক/ বিই/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ডিসি সাপোর্ট দেওয়ার পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

ট্রেনি ইঞ্জিনিয়ার পদে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অন্যদিকে, বাকি পদগুলির জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউয়েরও আয়োজন করা হবে।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সিনিয়র ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদে আবেদনের জন্য অসংরক্ষিতদের জমা দিতে হবে যথাক্রমে ৪৫০ টাকা, ৪০০ টাকা এবং ১৫০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আগামী ২৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement