ইউজিসি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন)-এর চেয়ারম্যান এম জগদীশ কুমার নিজের টুইটার পেজে সিইউইটি (কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার দিন ঘোষণা করেছেন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফ থেকে ২০২৩-এর ১ জুন থেকে ১০ই জুনের মধ্যে পরীক্ষা আয়োজিত হবে। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসের মাঝ বরাবর।
প্রসঙ্গত, ২০২৩-এর মে মাসের ২১ থেকে ৩১ তারিখের মধ্যে আয়োজিত হতে চলেছে সিইউইটি-ইউজি। পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি সিইউইটির ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। যার আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে ২০২৩-এর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ২০২৩-এর জুন মাসের তৃতীয় সপ্তাহে ইউজি প্রবেশিকা পরীক্ষার ফল এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে পিজি-র ফল প্রকাশিত হতে পারে।
উল্লেখ্য, যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হয়। সিইউইটি সাধারণত ১৩টি ভাষায় হয়ে থাকে।