WBSSC Upper Primary Recruitment 2024

উচ্চ প্রাথমিকে অপেক্ষারত চাকরিপ্রার্থীর ২৭.৮০ শতাংশই নিল না চাকরি

উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। এ কথা আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই মতো ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাউন্সেলিং চলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০৫
Share:

সংগৃহীত চিত্র।

উচ্চ প্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হল ১৭ ডিসেম্বর থেকে। প্রথম দিনেই অনুপস্থিত ও প্রত্যাখ্যান মিলিয়ে শিক্ষকতার চাকরি গ্রহণ করল না ২৭.৮০ শতাংশ চাকরিপ্রার্থী।

Advertisement

উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে- এ কথা আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই মতো ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাউন্সেলিং চলবে। প্রায় ৫২১৭ জন অপেক্ষারত চাকরিপ্রার্থী রয়েছেন বলে এসএসসি সূত্রে খবর। ইতিমধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিংয়ের যে সূচি প্রকাশ করা হয়েছে, সেখানে ২৫৯৫ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে কাউন্সেলিংয়ের জন্য।

মঙ্গলবার ইংরেজি এবং ভূগোলের শিক্ষকতার জন্য অপেক্ষারত চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছিল। ইংরেজির জন্য ২১৮ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা ৬৭। ভূগোলের জন্য ডাকা হয়েছিল ২২৮ জনকে। তার মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা ৫৭। সব মিলিয়ে প্রথম দিন ৪৪৬ জনকে ডাকা হয়েছিল। তার মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪।

Advertisement

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “এত সংখ্যক প্রার্থীর অনুপস্থিতি ও প্রত্যাখ্যান হচ্ছে। অবিলম্বে মেধা তালিকা অন্তর্ভুক্ত অপেক্ষমাণ প্রার্থীদের তৃতীয় কাউন্সেলিং করার ঐকান্তিক আবেদন জানাই। আদালতের নির্দেশে মেধা তালিকা অন্তর্ভুক্ত ১৪০৫২ জন প্রার্থীর চাকরি ও স্কুলে যোগদান সম্পন্ন করতে হবে।”

প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২,০৬৯। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ২,০৬৯টি শূন্য আসনের জন্য ডাকা হল ২,৫৯৫ চাকরিপ্রার্থীকে। প্রশ্ন উঠছে, তা হলে অপেক্ষারত বাকি প্রার্থীদের কবে ডাকা হবে?

১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। শনি ও রবিবার— দু’দিন বন্ধ থাকবে প্রক্রিয়া। ২৩ ডিসেম্বর আবার কাউন্সেলিং হবে বলে জানিয়েছে এসএসসি।

কমিশন সূত্রে খবর, এসএসসি-র নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন, কিন্তু এখন‌ও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাঁদের সম্পূর্ণ তালিকা না-আসা পর্যন্ত ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, সুপারিশপত্র পাওয়ার পরে ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি তা না হয়, তা হলে ধরে নেওয়া হবে, ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করল এসএসসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement