Ratnagarbha award for mothers

মায়ের অবদানে সন্তানের সাফল্য! বিশেষ সম্মান জানাবে নারায়ণদাস বাঙ্গুর স্কুল

১৯৬৬-তে বাঙ্গুরের এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০২২ থেকে এই অভিনব পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলে মোট ছাত্রসংখ্যার ৪০-৫০ শতাংশের পরিবার আর্থিক ভাবে দুর্বল।

Advertisement

অরুণাভ ঘোষ

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২২
Share:

নিজস্ব চিত্র।

আর্থিক অনটন সত্ত্বেও এবং নিজেরা স্কুলশিক্ষার চৌকাঠ না পার হয়েও যে সমস্ত মায়েরা তাঁদের ছেলেদের শিক্ষার আঙিনায় পৌঁছে দিয়েছেন, বর্তমানে সেই পড়ুয়ারাই সাফল্য অর্জন করেছে বা করে চলেছে। এ বার সেই সমস্ত কৃতির মায়েদের পুরস্কার দিয়ে সম্মান জানানোর অভিনব উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণদাস বাঙ্গুর স্কুল। এই পুরস্কার অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘রত্নগর্ভা’।

Advertisement

১৯৬৬-তে বাঙ্গুরের এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০২২ থেকে এই অভিনব পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলে মোট ছাত্রসংখ্যার ৪০-৫০ শতাংশের পরিবার আর্থিক ভাবে দুর্বল। আবার অনেকের বাবা-মায়েরা স্কুলের গণ্ডিও পার হননি। এই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা এই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই সাফল্যের পিছনে ছাত্রদের মায়েদের ভূমিকাকে সম্মান জানাতেই স্কুলের তরফ থেকে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে নারায়ণদাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, “আমার স্কুলে দুঃস্থ এবং পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রসংখ্যা অনেক বেশি। বহু ছাত্রের বাবা-মা মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত পৌঁছননি। আর্থিক অনটন এবং নিজেদের উচ্চশিক্ষার অভাব সত্ত্বেও তাঁদের পরিশ্রমে সারা বছর ধরে তাঁদের ছেলেরা পড়াশোনায় সফল হয়ে উঠেছে। অনেকেই রাজ্য এবং জাতীয় স্তরের পরীক্ষায় সাফল্যের শীর্ষে পৌঁছেছে। এই সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা যাঁদের, তাঁরা হচ্ছেন ছাত্রদের মায়েরা। তাই তাঁদের সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement

সারা বছরে যে সমস্ত ছাত্র স্কুলের পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করে, সেই সমস্ত ছাত্রকে এই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের তরফে পুরস্কৃত করা হয়। চলতি বছরে ২০ এবং ২১ ডিসেম্বর প্রাইমারি এবং উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের পুরস্কৃত করা হবে। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। কৃতি পড়ুয়াদের মায়েদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১,২৯০। এ বছর মোট ৬৫ জন ছাত্র এবং তাদের মায়েদের পুরস্কৃত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement