নিজস্ব চিত্র।
কলেজ পাশ করলেই এ বার পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ। খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে উচ্চশিক্ষা দফতর। প্রথমে সাড়ে সাত হাজার পড়ুয়াকে এই সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রত্যেক পড়ুয়াকে ইন্টার্নশিপ চলাকালীন দেওয়া হবে দশ হাজার টাকা। ২০২২ সালে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের উচ্চশিক্ষা দফতর খুব শীঘ্রই যোগ্য পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়া চালু করবে। এই প্রকল্প চালু করার আগে বিজ্ঞাপন দেওয়া হবে শিক্ষা দফতরের তরফ থেকে। রাজ্যের শিক্ষা দফতরের উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমার বলেন, ‘‘আমরা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের ছাত্র ইন্টার্নশিপ প্রকল্পের জন্য বিজ্ঞাপন দেব। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং মুখ্যসচিব এই প্রকল্পের রূপরেখা তৈরি নিয়ে বৈঠকও করেছেন। যে সমস্ত ছাত্র-ছাত্রীকে এই প্রকল্পের আওতায় আনা হবে, তাঁরা প্রত্যেক মাসে ১০,০০০ টাকা করে পাবেন।’’
শিক্ষা দফতর সূত্রের খবর, আইটিআই বা ডিপ্লোমা করা শিক্ষার্থীদের ৬০ শতাংশ নম্বর থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ৭৫০০ মতো শিক্ষার্থীকে নিয়ে এই প্রকল্প প্রথমে শুরু করা হবে। সরকারি বিভিন্ন দফতরের কাজের প্রাথমিক ধারণা পেতে বিভিন্ন সরকারি বিভাগে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, শিক্ষার্থীদের পারফরম্যান্স এক বছর পর পর্যালোচনা করা হবে। যাঁরা ভাল কাজ করবেন, তাঁরা রাজ্য সরকারের সঙ্গে কাজ করার সুযোগও পাবেন। প্রত্যেককে র্যাঙ্কিং বা গ্রেডিং-সহ কোর্সের শেষে শংসাপত্র দেওয়া হবে।
ইতিমধ্যেই দফতরের তরফ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলিও বিভিন্ন শিল্প সংস্থার কাছে আবেদন করেছে এই ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রামের বিশেষ প্রশিক্ষণের জন্য। ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এবং প্রযুক্তিগত কোর্সের ইন্টার্নশিপ প্রক্রিয়া শুরু করেছে।