Rusty Spotted Cat

যৎকিঞ্চিৎ

বুঝিয়ে দিল, রাজ্যের প্রায় সব ক্ষেত্রেই ভাঁড়ে এবং ভাঁড়ারে মা ভবানী বিরাজ করলেও একটি সুসংবাদ সমাগত: শ্যামবনান্ত বনবীথিকা ঘনসুগন্ধ ছড়াচ্ছে, নতুন মার্জার প্রজাতি আকর্ষণ করছে।

Advertisement
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৯
Share:
রাস্টি স্পটেড ক্যাট।

রাস্টি স্পটেড ক্যাট। —ফাইল চিত্র।

জ্বলন্ত পিঙ্গলাক্ষ, ক্ষুদ্রতম এশীয় মার্জার, অতিশয় হিংস্র। পুরুলিয়ায় দেখা দিল ‘রাস্টি স্পটেড ক্যাট’, এ রাজ্যে প্রথম বার। বুঝিয়ে দিল, রাজ্যের প্রায় সব ক্ষেত্রেই ভাঁড়ে এবং ভাঁড়ারে মা ভবানী বিরাজ করলেও একটি সুসংবাদ সমাগত: শ্যামবনান্ত বনবীথিকা ঘনসুগন্ধ ছড়াচ্ছে, নতুন মার্জার প্রজাতি আকর্ষণ করছে। শুধু জঙ্গলমহলের ঝুলিটি থেকেই বেরোল ছোট বড় কত বিড়াল। লেপার্ড ঘুরত, বাঘিনি এল, এলেন কোপনস্বভাবা বাঘের ‘ছোট মাসি’। বসন্ত পঞ্চমীতে বাগ্‌দেবীর সঙ্গেই ফুল-মিষ্টি দিলে হয় বনদেবীকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement