UCIL Recruitment

শিক্ষানবিশ নিয়োগ করবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৯
Share:

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ জানানো হয়েছে। সংস্থায় চুক্তির ভিত্তিতে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, কার্পেন্টার-সহ বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২২৮।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীদের দশম উত্তীর্ণ হওয়া আবশ্যক। তার সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন।

Advertisement

বয়স:

পদের নিরিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

পারিশ্রমিক:

প্রতিষ্ঠানের নিয়মানুসারে শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়া হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। ওই আবেদনপত্র অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার ওয়েবসাইট মারফত জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement