Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Fashion

সানগ্লাসেই লুকিয়ে চোখের রহস্য! হালফ্যাশনে কোন ফ্রেম এগিয়ে?

চোখের নিরাপত্তা ও ফ্যাশন সচেতনতার জন্য সানগ্লাসের বিকল্প নেই।

সানগ্লাস কেনার সময় আপনার মুখের গড়ন ও গায়ের রং এই দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ

সানগ্লাস কেনার সময় আপনার মুখের গড়ন ও গায়ের রং এই দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১২:০১
Share: Save:

সপ্তাহ শেষে পরিবারের সঙ্গে পিকনিক থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আউটিং— সবেতেই জড়িয়ে আছে সানগ্লাসেরফ্যাশন।পোশাকের মতো সারা বছর ধরেই সানগ্লাসের ফ্যাশনেও রকমারি ট্রেন্ড বার বার ঘুরেফিরে আসে।অনেকেই ওজনে হালকা, পাতলা ফ্রেম ও রঙিন শেডের সানগ্লাসের প্রতিই বেশি আগ্রহী। আবার অনেকে কালো কিংবা বাদামি শেডই বেশি পছন্দ করেন। ফ্যাশনের পাশাপাশি রয়েছে চোখের সুরক্ষারও।

সানগ্লাস কেবল গরমকালে বা প্রখর রোদে পরার জিনিস এই ধারণাটা প্রথমেই সরিয়ে রাখুন। সারা বছরই সানগ্লাস ব্যবহার করা খুব জরুরি। কারণ সূর্যের অতিবেগুনী রশ্মি চোখের জন্য ক্ষতিকর। তা ছাড়াও ধুলোবালি আর খোলা বাতাসে নানা রকম ভাইরাস, ব্যাকটিরিয়ার আক্রমণের শিকার হয় চোখ। তাই চোখের নিরাপত্তা ও ফ্যাশন সচেতনতার জন্য সানগ্লাসের বিকল্প নেই।

সানগ্লাসের রং এখন আর বাদামি ও কালোরমধ্যে সীমাবদ্ধ নেই। বেগুনি, নীল, কমলা, সবুজ নানা রঙের সানগ্লাসও আজকের বাজারে বেশ জনপ্রিয়। স্বচ্ছ কাচের হালফ্যাশনেও সানগ্লাসেও আগ্রহ বাড়ছে। রঙের ভিন্নতার সঙ্গে পেয়ে যাবেন নানা কারুকাজের বর্ডারযুক্ত সানগ্লাসও। আপনার চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নয় অথচ ফ্যাশনের ঝোঁকে পড়ে রঙিন গ্লাস ও ডিজাইন যুক্ত সানগ্লাস কিনলেই মুশকিল। সানগ্লাস কেনার সময় আপনার মুখের গড়ন ও গায়ের রং এই দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রইল তেমনই কিছু জরুরি খুঁটিনাটি।

পোশাকের মতো সারা বছর ধরেই সানগ্লাসের ফ্যাশনেও রকমারি ট্রেন্ড বার বার ঘুরেফিরে আসে

গায়ের রঙের সঙ্গে খাপ খাইয়ে কিনুন সানগ্লাস। ত্বক উজ্জ্বল হলে নীল, সবুজ, বাদামি, লাল সব ফ্রেমই ভাল মানায়। একটু অনুজ্জ্বল হলে মেটালিক ফ্রেম সঙ্গে কালো, কফি, গাঢ় বা হালকা বাদামি রঙের গ্লাস বেশ মানায়।

•হার্ট শেপ আকারের মুখে কপাল চওড়া ও চোয়াল সরু দেখায়। ক্যাট আই, স্পোর্কি টাইপের সানগ্লাস বেশ মানিয়ে যায় এমন মুখের সঙ্গে। খুব বেশি বড় মাপের গ্লাস এ ক্ষেত্রে না কেনাই ভাল।

• ডিম্বাকৃতি চেহারায় সব ধরনের সানগ্লাসই ভাল মানায়। শুধু লক্ষ রাখবেন ফ্রেমটি যাতে আপনার মুখের তুলনায় বেশি চওড়া না হয়।

• ক্যাটস আই কিংবা অ্যাভিয়েটর ফ্রেমের সানগ্লাসে গোল চেহারাকে বেশ লম্বাটে দেখায়। আয়তাকার, কোণযুক্ত ফ্রেমের সানগ্লাসও ভারী মুখের জন্য ভাল।

• বর্গাকৃতির মুখে মেটালিক ফ্রেম অথবা গ্লাসের নীচের অংশ রিম লেস সানগ্লাস মানিয়ে যায়।

• লম্বা মুখের সঙ্গে গোলাকৃতির সানগ্লাস ভাল যায়। তবে খেয়াল রাখতে হবে, সানগ্লাসের ফ্রেম যেন খুব ছোট না হয়।

• চতুর্ভুজাকৃতি মুখে ক্যাটস আই স্টাইল ভাল যাবে। তবে খেয়াল রাখতে হবে সানগ্লাসে যেন চোখের কোল ঢেকে যায়, তাই সানগ্লাস একটু বড় হওয়াই ভাল।

• খুব দামী সানগ্লাস কেনার প্রয়োজন যেমন নেই, তেমনই খুব কম খরচের সানগ্লাসও বাছবেন না। সানগ্লাসের মুখ্য উদ্দেশ্য, চোখকে সুরক্ষিত রাখা। তাই বাজারচলতি প্রচলিত ব্র্যান্ডের উপর ভরসা রাখাই ভাল।

অন্য বিষয়গুলি:

Fashion Sunglass Fashion Tips Eye Care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy