Advertisement
২৩ নভেম্বর ২০২৪
International News

জিডিপির নিরিখে ভারত ৭ নম্বরে, পিছিয়ে পড়ল ফ্রান্সের চেয়েও

বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক বিকাশের গতি শ্লথ হয়ে পড়া ও মার্কিন ডলারের তুলনায় বার বার ভারতীয় মুদ্রামানের অবনমনের জন্যই ২০১৭-র চেয়ে জিডিপি-র নিরিখে পিছিয়ে পড়েছে ভারত। জিডিপি-র পরিমাণ ছিল ২.৭ লক্ষ কোটি ডলার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১৭:৩৩
Share: Save:

কার কত জিডিপি, সেই নিরিখে বিশ্বে এক ধাপ পিছিয়ে পড়ল ভারত। ২০১৭-য় ছিল ৬ নম্বরে। কিন্তু ২০১৮-য় ভারত গেল ৭ নম্বরে। ভারতকে টপকে ৬ নম্বর জায়গাটা নিয়ে নিল ফ্রান্স। আগের বছরের মতোই ২০১৮-তেও ব্রিটেন থাকল ৫ নম্বরে। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক বিকাশের গতি শ্লথ হয়ে পড়া ও মার্কিন ডলারের তুলনায় বার বার ভারতীয় মুদ্রামানের অবনমনের জন্যই ২০১৭-র চেয়ে জিডিপি-র নিরিখে পিছিয়ে পড়েছে ভারত। জিডিপি-র পরিমাণ ছিল ২.৭ লক্ষ কোটি ডলার।

তালিকার প্রথম চারটি জায়গায় অবশ্য তেমন রদবদল ঘটেনি। জিডিপি-র বিচারে ২০১৭-র মতোই আমেরিকা গত বছরেও ছিল ১ নম্বরে। দুইয়ে চিন। তিন নম্বর জায়গাটি জাপানের।

আরও পড়ুন- বিশ্বব্যাঙ্কের এমডি পদে অংশুলা​

আরও দেখুন- স্বাস্থ্যে সেরা কেরল, সবচেয়ে খারাপ উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ...​

গত বছর আমেরিকার জিডিপি-র পরিমাণ ছিল ২০.৫ লক্ষ কোটি ডলার। চিন ও জাপানের যথাক্রমে ১৩.৬ এবং ৫ লক্ষ কোটি ডলার। ৪ নম্বরে থাকা জার্মানির জিডিপি ছিল ৪ লক্ষ কোটি ডলার। আর ৫ এবং ৬ নম্বরে থাকা ব্রিটেন ও ফ্রান্স, দু’টি দেশেরই জিডিপি-র পরিমাণ ছিল ২.৮ লক্ষ কোটি ডলার করে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy