Woman seeking a decision maker for her life with Rs 1 lakh 85,000 salary dgtl
International news
ঘরে বসে অন্যের হয়ে সিদ্ধান্ত নিন, মাসে আয় করুন ২ লক্ষ টাকা!
জীবন অন্যের, অথচ তাঁর হয়ে সিদ্ধান্ত নেবেন আপনি। বাড়িতে বসেই এই কাজ করে আয় করতে পারবেন মাসে প্রায় ২ লক্ষ টাকা!
সংবাদ সংস্থা
লন্ডনশেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
জীবন অন্যের, অথচ তাঁর হয়ে সিদ্ধান্ত নেবেন আপনি। বাড়িতে বসেই এই কাজ করে আয় করতে পারবেন মাসে প্রায় ২ লক্ষ টাকা!
০২০৯
ঠিকই পড়ছেন। এমনই এক অভিনব চাকরির বিজ্ঞাপন বেড়িয়েছে একটি ওয়েবসাইটে। পোশাকি ভাষায় এই পদটাকে বলা হচ্ছে ‘ডিসিশন মেকার’।
০৩০৯
কখনও কখনও জীবন আমাদের এমন মোড়ে দাঁড় করিয়ে দেয় যে, সিদ্ধান্ত নিতে পারি না আমরা। পরিবার বা প্রিয় বন্ধুদের কাছে ছুটে যেতে হয়। কিন্তু যদি সেখানেও বাধা থাকে!
০৪০৯
ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা এক মহিলার জীবন এখন অনেকটা এরকমই সমস্যার সম্মুখীন। তাঁর জীবনে বেশ ওঠাপড়া চলছে। ব্যক্তিগত বিষয়ে ঠিকঠাক সিদ্ধান্তও নিতে পারছেন না তিনি। কোনও সমস্যা নিয়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গেও আলোচনা করতে পারছেন না।
০৫০৯
ফলে বাধ্য হয়েই ডিসিশন মেকারের খোঁজে বিজ্ঞাপন দেন। তাঁর হয়ে সমস্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এমন একজনের খোঁজে তিনি বার্ক.কম (Bark.com) নামে একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন।
০৬০৯
বার্ক.কম একটি ব্রিটিশ অনলাইন কেনাবেচা সংস্থা। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করে এই সংস্থা। এই কেনাবেচার সাইটে নিজের প্রয়োজন জানিয়ে বিজ্ঞাপন দেন ওই মহিলা।
০৭০৯
আপাতত এক মাসের জন্য এরকম একজন ডিসিশন মেকার নিয়োগ করতে চান ওই মহিলা। তার জন্য তাঁকে মাসে দু’হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মাইনেও দেবেন বলে ওয়েবসাইটে উল্লেখ করেছেন। ফোন কল বা মেসেজের মাধ্যমে ২৪ ঘণ্টা ওই মহিলার সংস্পর্শে থাকতে হবে।
০৮০৯
আপাতত এক মাসের জন্য এরকম একজন ডিসিশন মেকার নিয়োগ করতে চান ওই মহিলা। তার জন্য তাঁকে মাসে দু’হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মাইনেও দেবেন বলে ওয়েবসাইটে উল্লেখ করেছেন। ফোন কল বা মেসেজের মাধ্যমে ২৪ ঘণ্টা ওই মহিলার সংস্পর্শে থাকতে হবে।
০৯০৯
তবে শুনতে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু তা নয়। নিজের জীবনের সিদ্ধান্ত নিতেই যেখানে অনেক সময় হোঁচট খেতে হয় আমাদের, অন্যের জীবন সঠিক পথে চালনার কাজটা নিশ্চয় আরও বেশি কঠিন হবে।