ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। —ফাইল ছবি।
চিন সম্পর্কে অবস্থান বদলালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ইউক্রেনের উপর রুশ সেনার হামলা ঠেকানোর জন্য গত বছর চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘সক্রিয়’ হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু এ বার সরাসরি চিনের বিরুদ্ধে সুইৎজ়ারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়াকে মদত দেওয়ার অভিযোগ তুললেন তিনি।
সিঙ্গাপুরে ‘শাংরি লা ডায়ালগ’ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় সোমবার জ়েলেনস্কি বলেন, ‘‘চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।’’ সুইৎজ়ারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন যোগ না দেওয়ার জন্য চিন বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তবে সেই সঙ্গেই জ়েলেনস্কি জানান, আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির উদ্যোগে আয়োজিত ওই ১৫-১৬ জুনের শান্তি সম্মেলনে শতাধিক দেশ যোগ দেবে। তাৎপর্যপূর্ণ ভাবে সিঙ্গাপুরে ওই সম্মেলনে হাজির ছিলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন। তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy