অ্যালেক্সি নাভালনি
এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে বার্লিনে নিয়ে যাওয়া হল রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই ন্যাভালনিকে। তাঁর পরিজনেরা জানিয়েছেন, কোমাতেই রয়েছেন ন্যাভালনি, তবে আপাতত স্থিতিশীল।
বৃহস্পতিবার ৪৪ বছর বয়সি এই আইনজীবী তথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক মস্কোগামী একটি বিমানের মধ্যে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। ওমস্কে জরুরি অবতরণ করানো হয় বিমানটির। ন্যাভালনির সমর্থকদের সন্দেহ, বিমানবন্দরে বিষ মেশানো চা খেতে দেওয়া হয়েছিল তাঁদের নেতাকে। এর পিছনে পুতিনের হাত রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
রুশ চিকিৎসকেরা বিষক্রিয়ার প্রমাণ মেলেনি বলে দাবি করলেও ন্যাভালনির গা থেকে ও তাঁর জিনিসপত্রে একটি সন্দেহজনক রাসায়নিক মিলেছে বলে জানা গিয়েছে। চিকিৎসকেরা যদিও বলছেন, এর সঙ্গে ন্যাভালনির বর্তমান শারীরিক অবস্থার কোনও যোগ নেই। তাঁদের দাবি, আগে থেকেই রুশ নেতাটির পরিপাকতন্ত্রে জটিলতা ছিল। তা ছাড়া, রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক ভাবে কমে যাওয়ার সমস্যাও ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy