আদালতেই গাঁজা ধরালেন স্পেনসার বস্টন। ছবি টুইটার থেকে সংগৃহীত।
আমেরিকার টেনেসের বাসিন্দা স্পেনসার বস্টন। ২০ বছরের এই যুবক বেআইনি ভাবে গাঁজা রাখার অপরাধে অভিযুক্ত। সে জন্য তাঁকে সম্প্রতি উপস্থিত হতে হয়েছিল আদালতে। কিন্তু ভরা আদালত চত্বরে স্পেনসার যা করেছেন, সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা নিয়েই এখন শুরু হয়েছে আলোচনা।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভর্তি এজলাসে কাঠগড়ায় এসে দাঁড়ালেন ওই যুবক। রয়েছেন আইনজীবীরাও। স্পেনসারকে জিজ্ঞাসাবাদ করছেন আইনজীবী। তার পর সেই আইনজীবী বিচারকের দিকে এলেন। সে সময় কাঠগড়ায় দাঁড়িয়েই পকেট থেকে গাঁজার সিগারেট বের করে ধরিয়ে নিলেন বস্টন। পর ক্ষণেই অবশ্য তাঁকে আদালত থেকে বের করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সেখানকার আইনজীবী স্কট মুর জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি গাঁজাকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি করছিলেন। তার পরই এই কাণ্ড ঘটান। এর জন্য তাঁকে ১০ দিন জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ‘ব্রিটেনে নয়া ভোর’
আরও পড়ুন: ইমপিচ কাঁটা প্রায় উধাও!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy