ক্লাসে এসে ব্যাগ থেকে খেলনা বের করছেন প্রফেসর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কলেজে ক্লাস নিতে এলেন অধ্যাপক। ক্লাসে এসে নিজের ব্যাগ থেকে তিনি বার করছেন ছোট ছোট খেলনা। সেগুলো তিনি ছাত্র-ছাত্রীদের দিকে দেখাচ্ছেন আর রাখছেন নিজের টেবিলে। সম্প্রতি আট সেকেন্ডের এ রকমই একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অ্যামি নামের এক টুইটার ইউজার গত ১ নভেম্বর ভিডিয়োটি শেয়ার করেছেন। সেই ভিডিয়ো এখনও অবধি দেখেছেন প্রায় ৭৩ লক্ষ ইউজার। এ ছাড়াও প্রায় সাত লক্ষ লাইকের পাশাপাশি ভিডিয়োটি রিটুইট করেছেন প্রায় এক লক্ষ ৪০ হাজার ইউজার। সেই ভিডিয়ো পোস্ট করে অ্যামি লিখেছেন, ‘আমাদের কঠোর পরিশ্রমের মূল্য দিতেই প্রতি সপ্তাহে এগুলি নিয়ে আসেন প্রফেসর।’
অ্যামির পোস্টে করা বিভিন্ন কমেন্ট থেকে জানা গিয়েছে, ওই অধ্যাপকের নাম কুইয়েন ডি। তিনি লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর। অ্যামি ভিডিয়োটি পোস্ট করার পর আবেগতাড়িত হয়ে পড়েছেন কুইয়েনের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও। তাঁরাও প্রফেসরের কাছ থেকে খেলনা উপহার পেয়ে কতটা আবেগতাড়িত হয়েছিলেন, সে কথা ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।
i’m crying 🥺 my viet professor brings us stuffed animals every week to reward us for our hard work pic.twitter.com/E8JEY3zcHW
— amy (@lilmcnugs) October 31, 2019
আরও পড়ুন: হ্যালুইন রাতের ঝড় সামনে আনল ১০১ বছর আগে ডুবে যাওয়া নৌকাকে!
আরও পড়ুন: ব্যভিচার বিরোধী আইন প্রণেতাই বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ালেন, প্রকাশ্যে খেলেন বেত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy