বল পায়ে কুকুর। ছবি ভিডিয়ো থেকে সংগৃহীত।
মাঠে চলছে প্রথম ডিভিশনের ম্যাচ। ফাউল হওয়ায় পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিকের প্রস্তুতি নিচ্ছেন ফুটবলাররা। বল বসানো রয়েছে ফাউল স্পটে। হঠাৎ পিছন থেকে দৌঁড়ে এসে সেই বল মুখে করে সরিয়ে দিল সাদা রঙের একটি কুকুর। শুধু তাই নয়, মুখ ও সামনের পা দিয়ে আঁকড়ে রইল ফুটবলকে। মাঠে উপস্থিত ফুটবলাররা তার কাছ থেকে বলটি নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই তা ছাড়বে না সে। পা-মুখ দিয়ে বলটিকে ধরে রাখার চেষ্টা করছে বলটিকে।
বল যেখানে থাকছে, কুকুরটিও দৌড়ে চলে যাচ্ছে সেখানে। এ ভাবে বেশ কিছুক্ষণ তার সঙ্গে বল নিয়ে ‘লুকোচুরি’ খেললেন ফুটবলাররা। কিন্তু কিছুতেই মাঠ থেকে বার করতে পারলেন না ওই সারমেয়কে। শেষে জেকি ইলদিরিম নামের এক ফুটবলার কুকুরটিকে কোলে করে নিয়ে খাঁচায় ঢুকিয়ে দিলেন। তার পর শুরু হল ম্যাচ।
ঘটনাটি সম্প্রতি ঘটেছে ইস্তানবুল স্টেডিয়ামে। তুরস্কের প্রথম ডিভিশনের একটি ম্যাচে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কুকুরের কাণ্ডে মজেছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—
A pitch-invading dog earned praise for its ball skills from a live TV commentator after it held up play in a professional Turkish soccer match.
আরও পড়ুন: নিজের অনুগামীদের ঠকালেন এই সুন্দরী, দেখুন কী ভাবে
আরও পড়ুন: মস্তিষ্কে অস্ত্রোপচার চলাকালীন বেহালা বাজালেন ইনি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy