উহানে সামাজিক দূরত্ব ছাড়াই চলছে পার্টি। ছবি: টুইটার থেকে নেওয়া।
বিশ্ব এখনও করোনা অতিমারির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও আশার আলো দেখা গেলেও মোটের উপর পরিস্থিতি এখনও বিপজ্জনকই। গোটা বিশ্ব জুড়েই সামাজিক দূরত্ব বজায় রেখে সব কাজ স্বাভাবিক ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় যেখান থেকে করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, সেই উহানের ছবিটা দেখলে আপনি চমকে যাবেন। সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, উহানে রীতিমতো পার্টি করে চলেছেন কয়েক হাজার মানুষ।
সোশ্যাল মিডিয়ায় যে ছবি, ভিডিয়ো প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি ওয়াটার পার্কে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। তাঁদের মধ্যে কোনও সামাজিক দূরত্বের বালাই নেই, নেই মাস্কের চিহ্ন মাত্র। তাঁরা জলে নেমে পার্টি করছেন।
উহানের মতো জায়গাতে লকডাউন উঠে যাওয়ার পরও সংক্রমণের ঘটনা সামনে এসেছে। চিনের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ, বারগুলি খুললেও পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। কিন্তু ওয়াটার পার্কে যে ভাবে কাছাকাছি দাঁড়িয়ে নাচ-গান চলছে, তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থেকে যায়।
আরও পড়ুন: দু’বছরে খসে পড়ছে ছাদ, পাকিস্তানে চিনের তৈরি এয়ারপোর্টের হাল দেখুন
আরও পড়ুন: সত্যিই বিনা মেঘে বজ্রপাত, পরিষ্কার নীল আকাশ থেকে নেমে এল বিদ্যুতের ঝলক
নেটাগরিকরাও এই সব ছবি, ভিডিয়ো দেখে চিনকে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁদের বক্তব্য-- উহান থেকে ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর, ‘চিনের ভাইরাস’ বলায় আপত্তি করে সে দেশের শাসক থেকে সাধারণ মানুষ। আর তাঁরাই কি না এ ভাবে পার্টি করছেন!
দেখুন সেই ছবি, ভিডিয়ো:
VIDEO: 🇨🇳Crowds packed out a water park over the weekend in the central Chinese city of #Wuhan, where the #coronavirus first emerged late last year, keen to party as the city edges back to normal life pic.twitter.com/sIrvzSFdin
— AFP News Agency (@AFP) August 18, 2020
Thousands of Chinese ignored the coronavirus and participated last weekend in a techno music macro party at a water park in Wuhan, where Coronavirus disease emerged at the end of 2019, which generated controversy this Monday on social networks. pic.twitter.com/tJKPQq8knW
— David Perez (@DavidPrzMX) August 17, 2020
Totally irresponsible! Anymore outbreaks and this world wouldn't want a China.
— Glenn Jayasekara (@glenn_ji) August 18, 2020
And people got mad because one day they called it "chinese virus"... and now, they're laughing at everybody faces with this.
— Elias Lilue Orta (@EliasLilue) August 18, 2020
unbelievable
— Erwin Brouwer (@brouwer_erwin) August 18, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy