পোলে ওঠার চেষ্টা কাঠবিড়ালির। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
মাঠের মধ্যে পোঁতা রয়েছে পোল। সেই পোলের নীচে দাঁড়িয়ে একটি কাঠবিড়ালি। চারিদিক দেখে পোল বেয়ে ওঠার চেষ্টা করল সে। বহু কষ্ট করে কোনওমতে পোলের মধ্যিখান অবধি উঠল সে। কিন্তু পারল না সেখানে থাকতে। স্লিপ খাওয়ার ভঙ্গিতে পোলের গা বেয়ে ধীর গতিতে পড়ল মাটিতে।
বুধবার এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর থেকে এটি দেখেছেন প্রায় ৭৩ লক্ষ ইউজার।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই পোলের উপর রাখা আছে একটি প্লেট। জানা গিয়েছে, সেই প্লেটে পাখির জন্য খাবার রাখেন ওই বাড়ির গৃহকর্তা। কিন্তু পোলে উঠে পাখির সেই খাবার খেয়ে নিচ্ছিল ওই কাঠবিড়ালি। তা বন্ধ করতে ওই পোলের গায়ে পিচ্ছিল পদার্থ লাগিয়ে রেখেছিলেন তিনি। আর পিচ্ছিল পদার্থের জন্যই পোলের ওঠার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে ওই কাঠবিড়ালি। দেখুন সেই ভিডিয়ো—
Mum was fed up of the squirrels stealing all the bird food so she greased the feeder! pic.twitter.com/k2eAyqSWvK
— The Cute Plug (@TheCutePlug) February 11, 2020
আরও পড়ুন: অবতরণের সময় প্রবল ঝড়, দুলছে বিমান! দেখুন নাটকীয় মুহূর্তের ভিডিয়ো
আরও পড়ুন: জীবনে প্রথমবার সাপ হাতে নিয়ে কী বললেন ব্রিটেনের রাজবধূ?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy