লটারির টিকিট হাতে নাতালিয়া। ছবি: টুইটার থেকে নেওয়া।
গিয়েছিলেন কে জিতলেন লটারি, তার খবর করতে। গিয়ে দেখলেন তিনিই জিতে গিয়েছেন লটারি!টিভিতে লাইভ চলতে চলতেই তিনি জানিয়ে দিলেন, কাল আর কাজে যাবেন না। অবাক করা ঘটনাটি ঘটেছে স্পেনের এক মহিলা টিভি সাংবাদিকের সঙ্গে।
স্পেনের টিয়েটর দে মাদ্রিদে গত ২২ তারিখ ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন অনেকে। আসলে এ দিন ওই অপেরা হাউসে চলছিল স্প্যানিশ ক্রিসমাস লটারির ড্র। আর সেই ইভেন্ট কভার করতে যান ‘আরটিভিই’-এর সাংবাদিক নাতালিয়া।
নাতালিয়া সেখানে পৌঁছে ড্র-এর আগে নিজেও একটি টিকিট কেটে ফেলেন। ড্র শুরু হয়। একে একে পুরস্কার জিতে নেওয়া লটারি টিকিটের নম্বর ঘোষণা হতে থাকে। সেই নম্বর দর্শকদের জনাতে থাকেন নাতালিয়া। হঠাত্ তিনি লাফিয়ে ওঠেন। লাইভ চলার সময়ই তিনি বলেন, “আমি জিতে গিয়েছি পুরস্কার। আমি অনেক ইভেন্ট কভার করেছি, কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি আমরা সঙ্গে। আমি আর কাল অফিস যাচ্ছি না।” নাতালিয়ার এই উচ্ছ্বাসে যোগ দেন স্টুডিয়োতে থাকা হোস্টরাও। তাঁরাও অভিনন্দন জানান নাতালিয়াকে।
আরও পড়ুন: ‘আপনার লজ্জা হওয়া উচিত’, প্রজ্ঞা ঠাকুরকে তোপ যাত্রীর, ভাইরাল ভিডিয়ো
যদিও নাতালিয়া প্রথম পুস্কার জেতেননি, জিতেছেন দশম পুরস্কার। তাঁর টিকিটে পাঁচ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় তিন লাখ ৯৪ হাজার ৫৮৮ টাকা) জিতেছেন। নাতালিয়ার এই কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
আরও পড়ুন: বিএমডব্লু, বাড়ির দলিল আর এক গোছা ফুল দিয়ে বয়ফ্রেন্ড প্রপোজ যুবতীর
দেখুন লটারি জেতার সেই ভিডিয়ো:
Aquí la tienes: "la reportera de La 1" de la que habla todo el mundo a estas horas. ¡Se llama Natalia Escudero! #LoteríaRTVE
— TVE (@tve_tve) December 22, 2019
🔴 Directo ➡ https://t.co/pfgTOQpaaN pic.twitter.com/58j3ACuNte
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy