লস অ্যাঞ্জেলস মেট্রো স্টেশনে এমিলি জামুরকা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
প্রথাগত গানের শিক্ষা কোনওদিন ছিল না। তবে আমেরিকার রাস্তায় ভায়োলিন বাজিয়ে স্ট্রিট সিঙ্গার হিসাবে গান করে দিন গুজরান করতেন। ভায়োলিন চুরি যাওয়ার পর বন্ধ হয়েছে রোজগারের রাস্তাও। ভাড়া দিতে না পারায় ছাড়তে হয়েছে বাড়িও। বর্তমানে তিনি থাকেন লস অ্যাঞ্জেলসের মেট্রো স্টেশনে। আর সেখানে ট্রেন ধরতে আসা যাত্রীদের গান শুনিয়েই দিন কাটে তাঁর। তিনি এমিলি জামুরকা। ২৪ বছর বয়সে রাশিয়া থেকে এসেছিলেন আমেরিকায়।
সম্প্রতি এমিলির মেট্রো স্টেশনে গান গাওয়ার একটি ভিডিয়ো নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ। সেখানে দেখা যাচ্ছে, ইতালিয়ান সুরকার গিয়াকোমো পুজিনির বিখ্যাত গান ‘ও মিয়ো ব্যাবিনো কারো’ গাইছেন তিনি। সেই গানের ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ১০ লক্ষ ইউজার। তার পরই সোশ্যাল মিডিয়ায় ‘সাবওয়ে সোপ্রানো’ হিসাবে পরিচিত হয়েছেন এমিলি।
এই গান ভাইরাল হতেই নেটদুনিয়ায় জনপ্রিয় হয়েছেন এমিলি। তাঁর গান শুনে লস অ্যাঞ্জেলসের এক কাউন্সিল সদস্য তাঁর থাকার জায়গায় ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। গান ভাইরাল হওয়ার পর এমিলির জীবনের আচমকা পরিবর্তনের সঙ্গে কিছুটা হলেও মিলে যাচ্ছে রানাঘাটের রানু মণ্ডলের জীবন। রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পর রাতারাতি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে গিয়েছেন রানু। সেই গান তাঁর জন্য খুলে দিয়েছিল বলিউডের দরজাও। এমিলির জীবনেও সে রকম কিছু ঘটবে? সময়ই হয়ত এই উত্তর দেবে।
শুনুন এমিলির সেই গান-
4 million people call LA home. 4 million stories. 4 million voices...sometimes you just have to stop and listen to one, to hear something beautiful. pic.twitter.com/VzlmA0c6jX
— LAPD HQ (@LAPDHQ) September 27, 2019
আরও পড়ুন: ডেরায় ঢুকে সিংহের সামনেই নাচ মহিলার! ভিডিয়ো দেখে মাথায় হাত নেটিজেনদের
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে এক মাসের শিশুর মুখে সিগারেটের ধোঁয়া! গ্রেফতার মা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy