রঙ মেখে মেঝেতে ঘুরছে খুদে মেয়ে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনা আতঙ্কে গৃহবন্দি মা। বন্দিদশার দ্বিতীয় দিনে তাঁর দু’বছরের মেয়ে যা করেছে সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন তিনি। তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।
ক্লারে ডচেট্রি। স্কটল্যান্ডের এই প্রাক্তন মহিলা খেলোয়াড় করোনার জন্য নিজেকে ঘরবন্দি রেখেছেন। কিন্তু তাঁর ছোট্ট মেয়ে ঘরের মধ্যেই যে ভাবে রঙ মেখে ভূত হয়েছে তা দেখে তাঁর মাথায় হাত।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে ক্লারে দেখলেন মেঝেয় পড়ে রয়েছে রঙ। সেই রং ঘরের সামনে থেকে বৈঠকখানার ঘরের দিকে গিয়েছে। সে দিকে যেতেই তিনি দেখলেন, তাঁর মেয়ে সারা দেহ সাদা রঙে ভর্তি। সেই রঙ ছড়িয়ে রয়েছে সারা বাড়ি। বাচ্চাটি যেখানেই গিয়েছে সেখানেই রঙ পড়ে রয়েছে। দেখুন সেই ভিডিয়ো—
Isolation’s going well pic.twitter.com/XqY58BC8aC
— Clare 🍀💚🍀 (@clare_doc) March 19, 2020
আরও পড়ুন: ‘তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ’, ইউরোপে নতুন ভরকেন্দ্র স্পেন
আরও পড়ুন: বাড়িতেই ফ্রিতে পৌঁছে যাচ্ছে পিৎজা, মিলছে বিনামূল্যে থাকার জায়গাও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy