মিয়ামির বিচে জ্যাম। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ আমেরিকার মিয়ামি বিচ। সেই মিয়ামির সমুদ্র সৈকতের দক্ষিণ অংশে এখন সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি। মিয়ামির সৈকতের এই ছবি দেখে মনে হতেই পারে, ট্রাফিক জ্যাম হয়েছে ওই বিচে। কিন্তু সত্যিই কি ট্রাফিক জ্যাম হয়েছে সমুদ্র সৈকতে?
মিয়ামিতে ইতিমধ্যেই শুরু হয়েছে আর্ট বাসেল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। সেই উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। তাঁদের সেই শিল্পকলা ফুটে উঠছে মিয়ামি শহর জুড়ে। এই ‘ট্রাফিক জ্যাম’ আসলে সেই শিল্পকলারই অংশ।
আর্জেন্টিনার শিল্পী লিয়ান্দ্রো এরলিচ তৈরি করেছেন এই শিল্পকলা। এর নাম দেওয়া হয়েছে ‘অর্ডার অব ইমপরট্যান্স’। ৩ ডিসেম্বর উদ্বোধন হওয়া এই শিল্পকলায় বালি দিয়ে তৈরি করা হয়েছে গাড়ি ও লরি। সেই কাজে লেগেছে প্রায় ৩৩০ টন বালি। ১৫ ডিসেম্বর অবধি প্রদর্শিত হবে এই শিল্পকলা। দেখুন মিয়ামির বিচের সেই ভিডিয়ো—
Great video by @brettsylvia play with sound
আরও পড়ুন: রোজ ১২ কিমি পথ পেরিয়ে মেয়েদের স্কুলে নিয়ে যান বাবা, কারণ শুনে প্রশংসায় ভাসাল নেটদুনিয়ায়
আরও পড়ুন: অবাক করা ভিডিয়ো, চিতাবাঘকে মারতে যাচ্ছে বাচ্চা নায়ালা!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy