হিটলারের আমলের লাইটার। ছবি: টুইটার থেকে নেওয়া।
সম্প্রতি অ্যাডলফ হিটলারের ইস্টার্ন ফ্রন্ট হেডকোয়ার্টার্স থেকে উদ্ধার হল বেশ কিছু সামগ্রী। পোল্যান্ডে অবস্থিত এই হেডকোয়ার্টার্সের বড় একটি অংশে ১৯৪৪ সালের পর থেকে কেউ হাত দেননি। এই সামগ্রীগুলি উদ্ধারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে উদ্ধার হওয়া একটি লাইটার আজও কাজ করছে।
অ্যাডলফ হিটলার এমন অনেক ঘাঁটি বানিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেগুলিকে বলা হত ‘উল্ফ লেয়ার’ (নেকড়ের ডেরা)। পোলান্ডের এই ডেরাটি জঙ্গলের মধ্যে অবস্থিত। সম্প্রতি সেখানেই প্রত্নতাত্ত্বিক উদ্ধার কাজ চালানো হয়।
উদ্ধার হাওয়া সামাগ্রীর মধ্যে রয়েছে একটি গ্যাস লাইটার, হাত ঘড়ি, কিছু বুরুশ, চিরুনি, সানগ্লাস, দাড়ি কাটার রেজার, খুর, কিছু প্লেট, প্রসাধনী সামগ্রী-সহ দৈনন্দিন জীবনে ব্যহারযোগ্য বেশ কিছু জিনিস। এর বেশির ভাগই সেলুনে ব্যবহার্য সামগ্রী।
উদ্ধার হওয়া লাইটারটি একজন জ্বালিয়েও দেখাচ্ছেন, দিব্যি কাজ করছে সেটি। এই লাইটার-সহ বেশির ভাগ সামগ্রীতেই স্বস্তিকা ও অন্যান্য নাৎসি চিহ্ন দেওয়া রয়েছে।
পোল্যান্ডের এই ডেরার ম্যানেজিং ডিরেক্টর জেনন পাইওট্রোয়েজ জানিয়েছেন, এই ধরনের যে কোনও আবিষ্কারই গুরুত্বপূর্ণ। কারণ এই সব সামগ্রী থেকে তখনকার দিনের জীবনযাত্রার খুঁটিনাটি দিকগুলিও জানা যায়।
আরও পড়ুন: স্মিথের নেওয়া অসাধারণ ৩টি ক্যাচের থেকে বেশি ভিউ পেল আম্পায়ার আলিম দারেরএই ক্যাচ!
দেখুন সেই ভিডিয়ো:
Artifacts recovered from #Hitler’s ‘Wolf's Lair’ bunker
— RT (@RT_com) December 14, 2019
MORE: https://t.co/1T0tqtZUGH pic.twitter.com/P8eV49alq7
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy